প্রিয় বিধাতা
আমাদের হৃদয় কি দিয়ে ধোয়া?
পচা কিছু নয়তো?
আদৌ কি সে পবিত্র?

আমাদের মধ্যে যে নিরেট নিরীহ
তাহলে তার কথা বলুন,
সে কি করুন!
বর্ণবাদের দরুন!


বর্ণবাদ না বোঝাই কি কারন?
বর্ণবাদ কি বর্ণচোরা শয়তান?


বহু দূরে শুধু অতলান্তিকের ওপারে নয়
রাঙ্গামাটির দেশে
পরতে পরতে আছে
মায়ে-ঝিয়ে সকালে বিকালে


যার কিছু নেই তার প্রতি
যার সব আছে তার প্রতিও
কত রঙে কত রূপে আমাদের বর্ণবাদ।


বন্ধী যে মেয়েটি
বেকার যে ছেলেটি
যে বউ বন্ধ্যা
যে জামাই অকর্মণ্য
যার ক্ষমতা নেই
যে বিরোধী দল
পরতে পরতে আছে
কোথায় নেই?


এইযে ঘরে ঘরে বর্ণবাদ
তা কি শুধু সময়ের আকস্মিকতা?
নাকি আমাদের হৃদয়ে
বাসা বেঁধেছে কীটপতঙ্গ?


আজ যা সময়ের দাবী,
অতি উপযুক্ত জবাব
পাঁচ বছর পরে তা নয় কেনো?
পাঁচ বছর পরে আমাদের কথাই কেনো আমদেরই ঘায়েল করে।
আমরা অবিম্রিশ্যকারী নই কেনো?
তাতে বাধা কি?
নাকি আমদের হৃদয়ে কীটপতঙ্গের বসবাস?
নাকি আমাদের প্রকৃত শিক্ষার অভাব?
সে শিক্ষা কোথায় রয়েছে?