বৃষ্টি নেমে গেছে, কার্তিকের বৃষ্টি
হেমন্তের আকাশে হলুদের আভা
শীতল মৃদু বাতাস বইছে, দক্ষিণের বাতাস
এ যেন শীতের আগমনের পূর্বাভাস


চির শুভ্র গন্ধরাজের ঘ্রাণ ছড়িয়ে পড়েছে
তার ধবল দেহে জোছনা প্রতিফলিত হয়ে আলোকিত করেছে জানালার ভেতর
সেখানে আমি বসে কবিতা লিখছি
পৃথিবীতে এর চেয়ে সুখ চাই কি?


বৃষ্টির কিছু জল মাটিতে আশ্রয় খুঁজে নিয়েছে
কিছু জল আছে তার উপর ভেসে, শান্ত!
ঠিক হেমন্ত ঝতুর মতো
আকাশ থেকে অবগাহনের পর জল যেমন নীরব
হেমন্তও বছরে একবার বার এসে নীরবতার বার্তা দিয়ে যায়


চারিদিকে মল্লিকা,কাঞ্চন,কামিনী,হিমঝুরি
শিউলি ফোটে উঠোনে, পথের ধারে
মাঠে ফলে সোনার ফসল, সবুজের অবাধ সমারোহ
পৃথিবীতে এর চেয়ে সুখ চাই কি?


বৃক্ষরা সব শূন্য হতে চাই ,পুণ্যের তরে
চির হরিৎ বনে সব পাতা যায় ঝরে
এ যেন ত্যাগের এক মহা সংকেত
পৃথিবীর স্বার্থপর আত্মকেন্দ্রিকদের নিকট


তাঁরা নেই হৈমন্তির আকাশ ভরা
দুর্বলকে জায়গা দিয়ে সরে গেছে তারা  
আকাশে কেবল টুকরো মেঘের মেলা  
মানুষ কবে বুঝবে সহানুভূতি?কোন অবেলা?