কবিতা বদলে গেছে, অনেকটাই বদলে গেছে
এলোমেলো হয়ে গেছে তার ছন্দ
বাতাসে তার তরঙ্গ বহে না
লেলিহান শিখা জ্বলে উঠে না তার স্ফুলিঙ্গে


আমাদের সমাজ আমাদের সভ্যতা
আমাদের সাহিত্য আমাদের কবিরা
সকলে ভীরু সকলে কাপুরুষ, স্তব্ধ
কবিতা আজ তাই অন্ধ ঘরে বন্ধ


আজ কবিতা পঠিয়া রক্তে উঠে নাচন
মুখে ফোটে সে আকাঙ্খিত বিপ্লবী বাচন
কবিতার সৌন্দর্য হারিয়ে গেছে
তাকে দেখে হৃদয়ে জাগে না শিহরণ


সশস্ত্র সৌন্দর্যের অনিবার্য অভ্যুর্থান কবিতা
সে কবিতা আজ মিথ্যাশ্রায়ী-কলঙ্কিত-ধর্ষিত
সবুজ স্নিগ্ধ সে প্রকৃতিও আজ বদলে গেছে
কবিতা যেথায় নীরবে-নিশ্চিন্তে বাস করত


মানুষের আছে জল কবির ছিল কবিতা
সে কবিতা আজ কবিকে ছেড়ে গেছে চলে
কবি নীরব মনে আপন ভাবনায় চোখের জল ফেলে
সত্যিই কবিতা আর কবির নেই, সে বদলে গেছে।