তুমি অনেক দূরে চলে গিয়েছো
বহুদূর! দূর অজানায়, সীমাহীন পথে
হয়তো কখনোই  পাবো না তোমাকে খুঁজে
সরিষে দানা বালুতে পড়লেও খুঁজে পেতাম
তবে তোমাকে পাবো না
তুমি এতদিন ছিলে হৃদয়ে হৃদয়ে
এ নগরী ছাড়া সকলই আমার কাছে অজানা
এখন তুমি আর সেই নগরীর বাসিন্দা নও
তুমি এখন স্বেচ্ছাচারী, পর নারী
তুমি হারিয়ে গেলে খুঁজে পেতাম
সমস্ত সংসার তন্ন তন্ন করে খুঁজে বের করতাম
তুমি তো চলে গিয়েছো
খাঁচায় বন্দি পাখি মুক্ত বাতাস পেলেও
অনেক সময় মায়ার টানে ফিরে আসে
কিন্তু মানুষ চলে গেলে আসে না
মানুষ ছন্নছাড়া, সম্পর্কের মাঝে বিনি সুতোর বাঁধন
যা আজ অর্থহীন মনে হয়
তোমাকে পেলাম না
আমি কি করব?
অনশন করব?
শহরের চারিদিকের রাস্তাগুলো যেখানে সন্ধি বেঁধেছে
আমি কি সেখানে বসে অনশন করব?
আমরণ অনশন?
কিন্তু অনশন তো অধিকার হাসিলের পন্থা
তোমার প্রতি আমার আদৌ কি কোনো অধিকার ছিল
সম্ভবত ছিল না, থাকলে এভাবে যেতে না
অন্তত একটি কথা বলে যেতে
ভাবতে, তোমাকে ছাড়া আমার মূহুর্তগুলো কেমন কাটবে
আত্নহত্যা মহাপাপ, তাই পারছি না
তবে আমি খুব আসক্ত হয়ে পড়েছি
ভুলে যাওযার নেশায় আসক্ত আমি
আমি ভুলে গেছি সময় নামে যে কিছু আছে
দিন আর রাতের ব্যবধান তাই বোধগম্য হয় না
একদিন তোমার মাঝে নীল খুঁজে পেয়েছিলাম
আকাশের নীল! সেই বিশলতায় আমি বাঁচতে চেয়েছিলাম জন্মান্তর
মরে তো গেছি সেদিনই যখন জানলাম তুমি অন্য কাউকে ভালোবাসো
তোমার ভালোবাসা শরতের আকাশের মতো শুভ্র
তুমি কি বলবে আমার কি ভুল ছিল?  
আমি কি পেয়েছি আমার ভালোবাসার প্রাপ্য?
আমি তো তোমার কাছে কিছুই চাই নি
কেবল বিনিময় করতে চেয়েছিলাম
ভালোবাসার বিনিময়ে ভালোবাসার বিনিময়
হোক তা ব্যর্থ,পুরনো স্মৃতি কি করে ভুলবো?
আমি তো মরে গেয়েছি
কিন্তু এ কেমন মৃত্যু? চোখ এখনো অশ্রু ঝরায়
হৃদয় আজও তোমাকে পেতে চায়
পুরনো ছবিগুলো আজও মস্তিকে আঁকা
আমি আবার মরে যেতে চাই
দ্বিতীয় মৃত্যু চাই আমি
এমন মৃত্যু, যাতে আমি অতীত ভুলে যাবো
আমি কেবল ভবিষ্যতে বাঁচতে চাই
অতীত, বর্তমানহীন ভবিষ্যত মানে এক অসমাপ্ত জীবন
আমি তবে সে অসমাপ্ত জীবনের অধিকারী হতে চাই।।