হে স্বাধীনতা! তুমি আজও আকাঙ্ক্ষিত
তুমি আজও বহু প্রতিক্ষিত
তুমি দুষ্কর-দুষ্পাপ্য
আজও একটি কবিতা লিখতে হয়-
আমরা স্বাধীনতা কবে পাব?


রক্ত সেতো কৃষ্ণচূড়া
কবেই তো ঝড়িয়েছি, কোন অবেলা
তবু কেন তুমি আজও আকাঙ্ক্ষিত
পঞ্চাশ বছর পেরিয়ে গেলো, তবু কেন বাকরুদ্ধ?


জননী-জন্মভূমি  সদা তোমারে স্মরণ করি
একি হাল, একি দশা, বুকের মধ্যে পাথর চাপা    
ধর্ষিত হচ্ছে শত ললিতা
কবে আসবে তুমি? হে স্বাধীনতা!


তোমাকে আগমন জানাতে
বৃথা বিদায় নিয়েছে ধ্রুবতারা
রক্তাক্ত-কেদাক্ত ৫২,৭১ এর পাতা
কেনো যে এলো না, হে স্বাধীনতা!


অপ্রস্ফুটিত পুষ্পটিও ঝরে পড়েছে
প্রস্ফুটিত হওয়ার আগে
বাতায়ন বন্ধ হয়েয়ে গেছে
প্রেমিকার মুখটি অগোচরে ঢেকে


নাগরিক জীবনের কোলাহল
সত্য কথায় নির্বাসন
শাসকেরা কেবল শাসন চায়
গণতন্ত্র নয়, অধিকার নয়


স্বাধীনতা তুমি সহজাত অধিকার
স্বাধীনতা তুমি জন্মভূমির অঙ্গিকার
তব কেন তুমি লুকায়িত?
কেন তুমি আজও আকাঙ্ক্ষিত?