অকারণেই বেসেছিলাম ভালো
কোন কারনে এ প্রণয়ের অস্ত হলো,
উদয় - অস্ত কোনোটিই নেই জানা
মধ্যহ্নের সময়টুকু বিচলিত করে সারাবেলা।


ভোরে তরুগায়ে শিশির হয় জড়ো
ভোর পেরুলেই সমাচার থাকে না কারো,
তুমি এসেছিলে যখন খোলা ছিল দরজা
চলে গেলে ক'দিন থেকে  লাগিয়ে তালা।


যেথায় আছো ভালো থেকো
পড়লে মনে ফিরে এসো,
স্মৃতিগুলো মরিচিকা বারংবার দেয় ধোকা
তুমিহীন নিঃসঙ্গতা বদ্ধ ঘরে আমি একা।।