একটি পদ্ম চেয়েছিলাম
কেবল একটি নীল পদ্ম
পদ্মকে দেখব বলে এতটা ব্যকুল
এতটা অধীর ছিলাম
ঠিক চন্দ্র যতটা অস্থির থাকে
পৃথিবীকে চর্তুপাশ থেকে দেখতে


কোনো এক কালে অজানা এক স্রোতে
সে এসেছিল নলিনীর বুকে ভেসে
আজও সে নলিনীতেই আশ্রিত
কে জানে? সেই কী ছিল কবির প্রথম প্রেমকাব্য


হয়তো ছিল হয়তো ছিল না
সে গল্প বলা নিরর্থক
প্রেম রাজ্যের স্বপ্ন ছোয়া আজও পায় নি
বৃথা এ কবিতা লেখা অনর্থক


তবুও তো পেয়েছি কিছুটা তো পেয়েছি
সুদূর হতে তার গন্ধ আমায় করেছে মোহিত
দিবা-রাত্রির কাব্যে তাকে নিয়েই সাজিয়েছি ছন্দ
তবুও তো সে বলবে,কোনো এক কালে-
কোনো এক কবি তাকে ভালোবাসি বলেছিল


কতবার তাকে ছোব বলে
নলিনীর তটে গিয়েছি ছুটে
সে কথা কেবল আমার অন্তরই ভালো জানে
সেও জানে,অন্তর্যামী পদ্ম তবু কেন অপ্রস্ফুটিত


মরিচীকার তরে বারংবার পড়ি ভ্রান্তির ছলে
তবে হয়তো আর পড়ব না
মন নদের তরঙ্গ বলছে
সে পদ্মটাই আমার ছিল না


তবুও চাই সে ভালো থাক
সজীব-সতেজ পাপড়ি নিয়ে বেঁচে থাক
কোন এক কবির পানে ফিরে যাক
ভালোবাসা না'হয় ভেসে থাক