তোমাকে বড় ভালোবাসি, মৃণালিনী
চোখের দু’ফোটা অশ্রুও বলে, তোমাকে ভালোবাসি
কে? কে ওখানে?
আমি।
আমি কে?
তোমাকে যে ভালোবাসে
কি চাও আমার কাছে?কেনো এভাবে বিরক্ত করো?
সত্যিই কি ভালোবাসো?
হ্যাঁ,সত্যি সত্যি সত্যি।
আমি বিশ্বাস করি না
প্রমাণ দাও
ভালোবাসি,এটাই প্রমাণ
প্রমাণের আবার প্রমাণ হয় নাকি?
হয়! হয়! প্রমাণ চাই আমি
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি
পেয়েছো তোমার প্রমাণ
আমি কিন্তু প্রমাণ পেলাম না
প্রমাণ! প্রমাণ! প্রমাণ
তুমি হয়তো আমার ভাষাই বোঝো নি
বুঝতে চাও আমার ভাষা, পেতে চাও প্রমাণ?
ভালোবাসো তবে, ভালোবাসলেই ভালোবাসার প্রমাণ পাবে, বুঝবে আমার ভাষা।
তুমি বড্ড চালাক
চিরকালই তো বোকা রয়ে গেলাম
তবুও এই বিলীন শব্দটা তুমি আমায় দিলে শুনে হাঁসি পাচ্ছে
তুমি হাঁসছো? কিন্তু কই? আমি তো দেখছি না  
তুমি কি আমাকে ভালোবাসো?
না,
তবে তুমি আমার হাঁসিও দেখতে পারবে না,
না শুনিতে পারবে আমার ক্রন্দন
"মৃণালিনী,তোমাকে চাই" এই কথা বলে যদি গগণ বিদারী চিৎকার করি, তবুও সে ধ্বনি তোমার কর্ণে পৌছেবেনা
তুমি কি আমাকে বোকা ভেবেছো?
তোমার কবিতা শুনেই কি কেবল তোমাকে ভালোবাসবো
আমার প্রমাণ চাই
প্রমাণ! প্রমাণ তুমি পাবে
তবে আজ নয়, সেদিন
কোনদিন?
যেদিন দেখবে প্রবল বাতাস বইছে কিন্তু তোমার খোলা চুলগুলো বাতাসে এলোমেলো হচ্ছে না, সেদিন তুমি প্রমাণ পাবে
আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না
তুমি কি কবি? আমায় কবিতা বলছো?
না,আমি কবি নই। তোমাকে পেলে কবি হতাম
মানে?
তোমাকে পেলে কবি হতাম। তুমিই তো কবিতা
কবিতা সৌন্দর্যের অভ্যুর্থান,আর তুমি তার বাস্তবতা
আমি বিশ্বাস করি না, প্রমাণ দাও
কবিতায় কবি হয়, কবিতার স্পর্শ ছাড়া কবি অন্তরাল
কিন্তু তোমাকে তো আমি স্পর্শ করি নি
করেছো, তুমিই করেছো।
কলঙ্ক রোটিও না, প্রমাণ দাও
তোমার স্পর্শে আমার নয়নে নয়ন এসেছে
মিথ্যে! আমি তো দেখছি না
কোনোদিনই তো তোমাকে দেখি না
আসলেই কি তোমার অস্তিত্ব আছে?প্রমাণ দাও
আছি ! আছি! আমি আছি
শুনেছো কি প্রতিধ্বনি?
শুনেছি!
প্রমাণ দিলাম, আমি আছি
তুমি বুঝতে চেয়েছো আমার অস্তিত্ব
তাই তুমি প্রমাণ পেলে আমি আছি
এভাবেই তুমি বুঝতে চেয়ো
তুমি জানতে পারবে আমি তোমাকে কতটা
ভালোবাসি
আমি বিশ্বাস করি না
আমার প্রমাণ চাই,প্রমাণ দাও......