আমি জানি আমাকে দিয়ে কিচ্ছু হবে না,
তবুও অজানা মিথ্যে আশার আলো,
আমায় আলিঙ্গন করে যায় ।


আমি জানি কিছুই হবার নয়,
আশায় বুক বাধে,
তব কিছু হয় ।


চেয়েছিলাম অনেক বড় হব,
হয়েছি বড় - চিত্তে !
নই তা বিত্তে ।


স্বপ্নের তো শেষ নেই,
তাইতো দেখেছিলাম স্বপ্ন,
ভোরের আলোতে মিলিয়ে যায়-
আবার রাত্রিতে মগ্ন ।।


--****--