ব্রহ্মপুত্রে জেগে ওঠা নতুন চরের কাছে রেখে দিলাম আমার সম্মতি;
একদিন অন্ধকারে বাতিঘর জ্বেলে খণ্ড খণ্ড কথার নৈরাশ্য কবুল না করে
প্রথম বৃষ্টি ফোঁটায় ফসল ফলাব সুখের জোসনা রেণু চরাচরব্যাপী ।
আমি আর তুমি খোলস ছেড়ে এক নতুন আমিতে বিবর্তিত হব ।
বৃষ্টি ফোঁটা শিকড়ে পৌছতেই শনির গণ্ডি পেরিয়ে বৃহস্পতির তুঙ্গে আরহন করব ।
আমরা যে বিতারিত হোমো সেপিয়ান্সের বংশধর কেউ বলবে না, ভুল করেও না ।
তারপর আমরা এখানে বংশবৃদ্ধি করব এক নতুন প্রজাতির ।
এক নতুন সভ্যতা গড়ে তুলব, বংশধরের মাঝে বিবর্তন ঘটাবো সুস্থ মনুষত্বের ।
আর একখানা অভিধান বানাব
সেখান থাকবে না শ্লীতাহানি, ধর্ষন নামের কাপুরুষাশিত শব্দের স্থান ।