তপ্ত দুপুর ঘামে ভিজে ছারপোকার সংসার
দিন আনি দিন খাই
তবু পেটের তলে চতুস্পদীর পাকস্থলি অনুভব করি ।
যা পাই তাই এমন খাই খাই প্রভাব বিস্তার করেছে
শরীরের ভিতর,
এক মুঠো খাদ্যের জন্য হন্তদন্ত ফেরি করি বাসে, ট্রেনে, ফুটপাতে;
ক্ষুধা না মিটলে শরীরে ঘুম আসেনা ।
তবু ঘুমানোর ব্যর্থ চেষ্ঠা শুয়ে প্ল্যাটফর্মের ওপর,
জেগে জেগে স্বপ্ন দেখি সূর্য উঠলেই শুরু হবে নতুন প্রহর ।