দেখে দেখে দেখার আয়ু শেষ হয় না আমার;
বাতাসের শীতলতা চুপি চুপি বলে আমায়-
"যে নারীকে দেখছ সে নারী নয় ।
সে দেবী"
তারপরেও কিছুটা নির্লিপ্ত চেয়ে থাকা;
মনের হাঁ-মুখ যে বন্ধ হয় না কখনও ।
আমার কৌতুল তিরতির করে
আর ভেতরে ভেতরে অদ্ভুদ কম্পন বেড়ে চলে !
আমার ভ্রুম কেটে যায়
দেখি কোল বালিশটা মেঝেতে লুটিপুটি খায় ।
ঘড়িতে দেখি রাত মধ্যাহ্ন
সারা শরীরে অবসাদ এসে গেল;
চোখ ঘুম চায়
ঘুম পেলেই কিছুটা সময় নির্লিপ্ত ।