দেখো এই করতল, কত রুক্ষ
সিগারেটে পুড়ে গেছে আঙুল
বুক ভরে কুয়াশায় ঠোঁটের সঙ্কটে ।
নিকোটিনের ধোঁয়ায় অন্ধকার নেমেছে পৃথিবীতে;
আলোর আবেগে তুমি যাও চলে
রাস্তার যামে তাই ট্রাফিকের গণ্ডগোল ।


পলক পড়ার শব্দে স্বপ্ন ভাঙে
আঙুলে দীর্ঘশ্বাসের চিহ্ন
এইতো ঘুমোবার মত প্রেম
বিমূর্ত দৃষ্টি মদির সৌরভ ছড়ায় ।
ভালবাসা জেগে থাকে প্রাণে
সমুদ্রের ঢেউয়ের মতন,
অশ্বথের ছায়ার মতন ।


অন্ধকারে অধিকার কেড়ে নেওয়া
ধৈর্যহীন পুরুষ আমি
চেয়ে দেখ ভিজে গেছে
ভেজা ঘামে শরীরে শরীর ।
আমাকে এভাবে ভালবাসো না
চরিত্র দূষিত হয়ে যাবে তোমার ।