রাতের নিরবতার ভিতর ধূসর প্রেমর ঘ্রান জেগে ওঠে
পৃথিবীর পথে তাই বিষন্ন প্রেমিকের ঘুম ক্ষুধার বিবরে অন্তর্জাল আঁকে ।
অন্ধকার হাতড়ায়ে নক্ষত্র খুঁজে প্রেমিকের দায় পড়েছে আজ ক্ষুধার রাজ্যে ছুটি নিতে
অভাবে তাড়নায় এই দেশে, এই পথে, এই ঘাসে আকাঙ্খার জৌলুস ক্লান্তির ভেতর বিবর্ন ।
ক্ষুধার্ত প্রেমিক বুনো মহিষের মত ডাঙায় অসহায়
মৃত্যুর পথে হেমন্তের শীতে প্রহর গুনে নবান্নের
হৃদয় পুড়ে ধসে গেছে ক্ষুধার জ্বালায়
তারপর সব গতি থেমে যায় পড়ে থাকে প্রেমিকের হাতে ক্ষুধার্তের মশাল