অথৈ শীতে ভিজছে মাথা ভিজছে তোমার এলোকেশী চুল
আর ভিজছে আমার কৌতুহল হৃদয় ।
কালোশৌচ কেটে গেলে দুলছে এবার হেয়ালি চাঁদ
আলো কম ছায়া বেশি সমস্ত শরীরে অন্য গন্ধ ভিন্নতার স্বাদ ।
ডেকেছে ভেজা আকাশ পৌষের হিম বাতাস
ছুটে চলে দুচোখ অপহৃদ হৃদয়ে ছায়াপথ
তবু বুকের তলে ছড়িয়েছে আবেগের সঞ্চয়
আজ ফিরে আসে স্মৃতির পাহাড় ।