মাঝে মাঝে এ জগত-সংসারটাকে মনে হয়
অযথাই খেলনা বাসন-বাটির টুংটাং শব্দের মতোন।
মনে হয় আমি বাজারে যাইনি অনেকদিন,
ব্যাগভর্তি কিনে আনিনি মাছ, তরিতরকারি
কিংবা সজনেডাটা আর পুঁইশাক,
মনে হয় এমনি এমনি খেলছি সাংবাৎসরিক সাংসারিক খেলা।


মাঝে মাঝে এ জগত-সংসারটাকে মনে হয়
সত্যি সত্যি জণ্ডিসের হলুদপোড়া রংয়ের মতোন।
মনে হয় আমি ক্লোরোফিল চিনিনি কখনো
কিংবা শিখিনি সবুজ হয়ে ওঠার গল্প,
মনে হয় এমনি এমনি করছি ব্যতিব্যস্ত সময় পার।


এক পশলা বৃষ্টি এসে যদি নিরেট একা করে দিতো আমায়
এক ফালি চাঁদের আলো যদি করে দিতো সঙ্গহীন,
এই পৃথিবীর মায়ায় হয়তোবা আর কিছুটা সময় ক্লান্তিহীন-
সকল ফুরসতে করে যেতাম জীবনের কিছু কারুকাজ।


প্রজাপতির পাখনায় এঁকে দিতাম আরোও কিছু আল্পনা
অথবা কোকিলের কণ্ঠে রেখে যেতাম-
কোনো এক বিরহী পথিকের বেলা শেষের গান।।