দেখা হবে হবে করেও হচ্ছে না দেখা
শূন্য ধুধু বালুচর,
অদেখার নেশায় ফিরে চলি পথিক
যেখানে বাঁধা মোর ঘর।


কথা হবে হবে করেও হচ্ছে না কথা
কী করে যে বলি,
পাখির গান শোনায় ঐকতান মোরে
কথার অলিগলি।


ছুটি হবে হবে করেও হচ্ছে না ছুটি
ছুটছি কোন সে পানে,
জীবন নদীর মোহনায় এসে থমকে দাঁড়াই
উজান স্রোতের টানে।


হচ্ছে হবে করেও হচ্ছে না যেমন ভেবেছিলাম
বেশ কয়টি দিন আগে,
হবে হবে করেও হয় না তাই সময় কেটে যায়
দুঃখে, অভিমান, রাগে।


দেখা অদেখায় হারায় কথায় হারায় কথা
এটাই জীবনের দ্বন্দ্ব,
হয় না দেখা যদিও হয় না কথা, ছুটি
জীবনের এটাই ছন্দ।।