কোনো কোনো সুন্দর মাঝে মাঝে ভয়ানক হয়ে উঠে
ফুল থেকে পাঁপড়ি ঝরে গেলে যেমন হয়,
মায়াবী চাঁদের রাজ্যে নক্ষত্র সব ফুল হয়ে ফুটে
ঝিঁ ঝিঁ পোকার জীবনের গল্প সুর হয়ে পড়ে রয়।


কোনো কোনো সুন্দর মাঝে মাঝে আলো হয়ে উঠে
যেন ধ্বংসের মাঝে সৃষ্টির নবপূর্ণিমা অনাবিল,
আলেয়ার পানে জীবনপ্রভাত ফেরারী হয়ে ছুটে
রাতের বুকে ভেঙ্গে যায় জ্বোনাকীদের মৌন মিছিল।।