এমন যদি যদি হয়- রাত্রি শেষে সকালটা উঁকি দিচ্ছে
আর সূর্যের ললাটে তোমার ছবি আঁকা
কিংবা উদভ্রান্ত ঠোঁট উন্মাদ চুমোরেখা ছুঁয়ে গেছে আমার বারান্দা,
কফির ধোঁয়ার সাথে রূপালি সকালটা তখন আমার কেমন হবে বলো?
আমি তখন ক্যাকটাস হয়ে রোদ পোহাবো অনাগত বিকেল।


এমন যদি হয়- বিকেলের মিহিন রোদের সাথে ঝিরঝির বাতাস বইছে
আর আবীর রঙ্গে নেয়ে তুমি হয়ে গেলে গোধূলির ক্যানভাস
কিংবা তোমার শরীরী গন্ধে মেতে উঠেছে নাঙ্গা উঠোনের হাসনাহেনা,
ঘোর লাগা এক মুগ্ধ আবেশে সোনালি বিকেলটা তখন আমার কেমন হবে বলো?
আমি তখন অনন্ত অনুরাগে গন্ধ নেবো অনাগত সন্ধ্যা।


এমন যদি হয়- সমস্ত দিন শেষে উঁকি দিচ্ছে মায়াবী চন্দ্রিমা রাত
আর দ্রৌপদী নৃত্যে ভাসছে কালো এলোচুল; ঢেকেছে তোমার রক্তকরবী গাল
কিংবা বিশ্বস্থ পাঁচ আঙ্গুল আঁকবে তাতে সোহাগের মানচিত্র, কাটবে সাঁতার,
স্বপ্নীল অবগাহনে বিনিদ্র রাত্রিটা তখন আমার কেমন হবে বলো?
আমি তখন রাত্রির বুকে কারুকাজ হবো; বিলীন হবো অনন্য সুন্দরে অনাগত কাল।।