কেগো তুমি রূপসী কন্যা
বসে আছো সামনে ,
মুখটা তোমার দেখা যায় না
বসে আছি আমি পিছনে।
জানালার পাশে বসে তুমি
দেখছো প্রকৃতির দৃশ্য ,
তোমার পিছে বসে আমি দেখছি
তোমার রূপের রহস্য ।
দেহে তোমার রেশমি শাড়ী
কানে স্বরণের দুল,
মনে হয় তুমি অনেক সুন্দরী
আমার অনুমান নহে ভুল।
দুষ্ট বাতাস  দুষ্টামি করতে
কোথা  থেকে এলো,
তোমার মাথার লম্বা কেশগুলো
আউলা ঝাউলা করে দিল।
আউলা কেশ-গুলো উড়ে উড়ে
আমার মুখের উপর পড়ে,
কেমন করে ধরে কেশ আমি
সরিয়ে  দেব দূরে ।
দ্রুত গতিতে ছুটছে বাসটি কেমন
কোথায় তুমি নামবে,
নামার সময় মুখটা অন্তত তোমার  
একটু দেখা  যাবে ।
ঘুমের রাজা কেমন ঈর্ষা  করে
চোখে দিল ঘুমের নেশা,
স্বরসী কন্যা কখন নেমে গেল
পাইনি আমি  দিশা ।
আপসোস  আমার  রয়ে গেল
মুখটা দেখা  হলো  না,
আউলা কেশের পরশ দিয়ে আমায়
ফিরে তুমি তাকালে না।