গাইতে তুমিও আমার মতো করে,
দুপুর কিবা সন্ধ্যে নামার আগে|
গানের মানেই বুঝিয়ে দিতো মোরে,
আমায় তোমার হয়তো মনে লাগে|


লাগতো না মন পড়াশুনায় তখন,
আসতো না ঘুম সেই দুপুরের ফাঁকে|
তোমার তরে আকুল হতো মন,
ব্যাকুল হতো তোমার সুরের ডাকে|


গাইলে আমি শুনতে চুপটি করে,
সজনে তলায় থাকতে তখন বসে|
ভুল আমার ভাঙ্গলো হটাৎ করে,
ধুমকেতুরা পড়ল যেদিন খসে|


দেখি তুমি কানে লাগিয়ে দিয়ে তার,
ওদিক ফিরে কও কথা কারো সনে|
কখনো তাহলে গান শোননি আমার,
শতেক কোটি ব্যাথা পেয়েছি মনে|


দোষ ছিলনা তোমার নাহি জানি,
ওবুঝ মনকে বাঁধতে পারিনি সেভাবে|
আজও আছে তোলা গীতবিতানখানি,
সেদিন আমি তুলেছিলাম যেই ভাবে|