খুঁজছো কারে মোর দুয়ারে দাঁড়ায়ে? কহ আগন্তুক!
অতীতের সেই কথাগুলো তব মনে,নাই কি এতটুক?


আজ হটাত্‍ আবার মোর দুয়ারে আসলে কি নিতে?
অতীতের সেই ক্ষতের চাদর আবার পরিয়ে দিতে?


আজো স্মৃতি'র বোঝায় রক্তক্ষরণ, অবিরত হৃদি মাঝে,
তবু তোমার কথায় আজো,হৃদডঙ্কা হাহাকার করে বাজে।


করজোড়ে আজ করছি বিনয় আঘাত নাহি চাই,
দুয়ার হতে ফিরে গেলে তুমি, স্বস্তি একটু পাই।


দোষ নাহি ছিল আমার কোনো ,তবু শাস্তি দিয়েছিলে;
টুকরো করে  হৃদয় আমার, ছেড়ে তুমি গিয়েছিলে।


ক্ষনিকের তরে বোঝনি আমায়, ঝরেছে অশ্রুবারি
আজকে আবার কোন সাহসে দুয়ারে আসলে তারই?


কন্টকসজ্জায় কাটিয়েছি রাত,শরীরে হয়েছে ক্ষত
গহন পথেতে একলা হেঁটেছি, রক্ত ঝরেছে কতো!


মরণকে ধরে হাতের মুঠোয়,যমকে করেছি সাথী;
শেল বিঁধেছে প্রতিনিয়ত, এ মনে দিবারাতি।


আজকে যখন জীবনযুদ্ধে পরাজিত তুমি হলে,
লজ্জা ভুলে মুখ উঠিয়ে আমার দুয়ারে এলে?


প্রতিক্ষা আমি করিনি কভু,তুমি আসবে কবে ফিরে,
হারিয়ে যাওয়া পুরনো গলি,আর চেনা এ নীড়ে ?


তবে বরণ করে তোমায় আজ,ডাকবনা ঘরে আমি,
একদিন এই তুমিই ছিলে-আমার মৃত্যুকামী!


তবে যাও শুনে আজ যাবার বেলায়,ওহে আগন্তুক!
আর কখনো আমারে তুমি দেখিওনা ওই মুখ!