চারিদিকে হিংস্র পশুর দল,
অবিরত তাকিয়ে থাকে মানবজাতির প্রতি
তাদের হিংস্রতা ভরা চোখে সে এক ভয়ঙ্কর নৃশংসতা-
আজান দেয় কোনো এক বিপদের|
তাদের সেই লোভাতুর চোখ আর প্রত্যাশিত জিহ্বা-
সংকেত দেয় কোনো সর্বনাশ'এর|
আজও দেয় পূর্বাভাস সব ধংস করার|
তাদের থাবার আঘাত না জানি,
নিয়েছে কতো প্রাণ,
মৃত্যুর সাথে পান্জা লড়েছে কতজনে?
না জানি তারা ক্ষতবিক্ষত করেছে কত দেহ?
পেরেছে কতজনে ঘাড় বাঁচাতে ওদের থাবা হতে?
রক্তও শোষন করে চলেছে আজও রক্ত-চোষকের দল,
আজও তারা ছাড়েনি ওই হিংস্রতা'র পথ|
চেয়ে আছে আজও লোলুপ দৃষ্টি ভরা চোখে,
আমাদের দিকে|
হায়!না জানি এবার আসবে কাদের ডাক-
তাদের হিংস্রতা ভরা গো-গ্রাসের তলানিতে তলিয়ে যাওয়ার|