ক্ষিদার জ্বালায় জ্বলছি
খেতে খেতে ভাবছি
কামড়ে পড়ল একি
হবে হয়ত মাছি


এখন নুডুল্‌স খাচ্ছি
আবার কিযে ভাবছি
পাচ্ছে কেন বমি
তবে কি ফিতা কৃমি


কাল জাম মিষ্টি
আছে ভরা পুষ্টি
দেখতে যেন কেমন
কুত্তার গু যেমন


সাদা সাদা একি
সবাই খাচ্ছ নাকি
কিল বিল করছে কেমন
ভাত বলছ নাকি


আনছ কিনে গরুর গোশ্‌ত
দাম নিয়েছে পাকা পোক্ত
কুকুর জবাই করল কিনা
ঠান্ডা মাথায় ভাবত


পঁচা মাছের তরকারী
খাওয়াটা খুব দরকারী
আস্ত মুরগির মাংস
বিষ্টা ও তার অংশ


বড়শী দিয়ে মাছ ধরে
কেঁচোটাকে টোপ করে
কেঁচো খেয়ে মাছ বাবাজী
তোমার পেটে ডুব মারে


ডায়েট ছড়া বলে কথা
আর বললে খাবে মাথা
উপোস করলে ডায়েট হয়না
ওগুলোত কথার কথা
১২-০১-২০১২