এই চোর রাতে নয়
দিনে করে চুরি
চুরি করা চাল খেয়ে
বাড়ে তার ভুঁড়ি  ।
এই চোর অদ্ভুত
কাটে না সে সিঁদ
নিশি রাতে হয় তার
ভরপুর নিদ ।
এই চোর চাল চোর
নদী মাছ খাল চোর
গম করে চুরি ;
প্রকাশ্যে এই চোর
করে ঘুরাঘুরি  ।
ধান চোর ত্রাণ চোর
ভাতা চোর কাঁথা চোর
কালো তার হাত,
এই চোর চোরেদেরও
খুব নিচু জাত ।


#ছড়া : চোর
হুসাইন দিলাওয়ার
৩/৪/২০ ইং