বলল দাদা আমায় ডেকে
শুনছো দাদু ভাই
রূপ সুষমায় এই শহরের
তুলনা আর নাই !
শরত শেষে সোনার দেশে
এলো এবার হেমন্ত
সোনার আবেশ ছড়ায় ঋতু
হেমে ঢাকে দিগন্ত  ।
কি বলো ভাই,  আজব কথা
দেখিনা তো রূপচ্ছটা !
সোনা ধানের মৃদুল দোলা কই ?
আমি কিন্তু  ছোট্টটি আর নই  ।
এই শহর ; উফ ভ্যাপসা গরম,
ধুলোময়লা নোংরা ভীষণ
জ্যামের জ্বালায় ক্লীষ্ট জীবন ।
তবুও তোমার গসিপ এমন
আহ , ছাড়ো দাদা ওসব এখন ।