একদিন এই নদী মাটি জলে
বনফুল ফলে
মফস্বল আর মহানগরীর পথে
হাঁটব না আমি । 
মায়ের কোল থেকে মেঠোপথে--
কচিপায়ে প্রথম পথচলা
প্রথম বর্ণ পরিচয়
স্কুলের প্রথম ইউনিফর্ম
শৈশবে সাইকেল চালাতে শেখার উত্তেজনা
ধোঁয়াশা হয়ে আসে চোখে  ।
মুহুর্তেই স্থির চিত্র হয়ে ধরা দেয় সব স্মৃতি
যত ক্ষত-আনন্দ প্রেম-গীতি
অতঃপর নিউরনগুলো নেতিয়ে পড়ে
বন্ধ হয়ে যায় হৃদয়ের ক্রিয়া
কিন্তু বলা হবে না --
বিদায় হে প্রিয় বসুন্ধরা !