হেমন্তে ঘরে ঘরে পড়ে যায় সাড়া
নবান্নে মেতে ওঠে গ্রাম আর পাড়া ।
ধানে ধানে ভরে ওঠে ফসলে মাঠ
কুয়াশায় ছেয়ে যায় টাঙ্গনের ঘাট ।
ভরে যায় আনন্দে কৃষাণীর বুক
ধানকাটা মরসুমে হাসে তার মুখ ।
ডালিমের রাঙা ছবি হৃদয় জুড়ায়
খুকুমণি একমনে শিউলি কুড়ায় ।
উত্তরী বায়ু এসে কাঁপায় গতর
সকালের কাঁচারোদ লাগে মনোহর ।
খেজুরের গাছে ঝোলে মাটির হাড়ি
খেতে মজা গুড় আর তালের তাড়ি ।
পিঠা পুলি ঘরে ঘরে সুবাস ছড়ায়
নাইওরের ধুম পড়ে পল্লী পাড়ায় ।