সোনা সোনা ধান
কেটে কেটে আন
বোঝা বোঝা বেঁধে
বয়ে এনে কাঁধে
রাত জেগে মেরে
বস্তায় ভরে
গাড়ীতে করে
গ্রাম থেকে দূরে
কত পথ ঘুরে
সেই হরিপুরে
আশা বুক জুড়ে
বড় মহাজনে
দাম নাহি হাঁকে
সার বীজ বুনে
ভাত গিলে নুনে
স্বপ্ন জিইয়ে
পানি সেঁচ দিয়ে
কারি কারি টাকা
সব গেল ফাকা
ধান ভরা মাঠ
কপালেতে হাত
কেঁদে মরে চাষা
হারায় সে ভাষা
হাসি গেল উবে
ভরা উৎসবে ।