যুদ্ধ মাদক আদিম নেশা সহজে কী ছাড়ে
গরীব দুঃখী নিরন্নরে হাতের সুখে মারে ।
পদাতিক আর অশ্বরাহীর সর্পিল ভ্রুকুটি
শয়তান সব মাসতুতো ভাই চোর-ডাকাতে জুটি ।
শান্তির বুলি কপচিয়ে করে হত্যার যত ছল
ক্লেদক্লিষ্ট এই বসুধায় ওরা নিঠুর প্রেমিক দল  ।
হাত ইশারায় এক লহমায় বিরান  করে বন
হা-হুতাশের মর্সিয়া গায় পথিক কবির মন ।
যুদ্ধ তাদের তুরুপের তাস উড়ে যায় শত খুলি
বোমারু বিমান যুদ্ধ জাহাজ স্বয়ংক্রিয় গুলি ।
মাগরিব থেকে মাশরিক জুড়ে কেঁপে উঠে প্রান্তর
বর্ণে জাতিতে প্রাচ্যে-প্রতিচ্যে বিভেদ মতান্তর ।
এই ধরনী মথিত করে ঘর করে ছারখার
ওয়েপন বেঁচে রমরমা চলে পাপীদের কারবার ।
ভাইয়ে ভাইয়ে জাতিতে ধর্মে উস্কে দেয় আগুন
রুখতে এবার জোচ্চদের ঘুম থেকে তাই জাগুন ।