মিনি বিড়াল দুষ্ট ভীষণ
চড়ুই ছানা খোঁজে
দাওয়ায় বসে লোলুভ তাকায়
চক্ষু থাকে বুজে ।
দেখলে চড়ুই ব্যর্থ লাফায়
ধরতে নাহি পারে
ছোট্ট ছানা ডালেই ঘুরে
আর ঘেঁষে না ধারে ।
মনস্তাপে মিনি বিড়াল
খায়না দুধের বাটি
হাজার রকম ফন্দি ফিকির
সব হয়ে যায় মাঁটি ।
খাঁচায় পোষা লাভ বার্ডকে
চড়ুইপাখি ভেবে
দুষ্টু মিনি হামলে পড়ে
ছিটকিনি যায় নেবে ।
বিরাট থাবায় একটা ধরে
অন্যটা যায় উড়ে
একটা পেয়েই খুশি মিনি
মুখে দিল পুড়ে ।
সন্ধ্যে বেলায় মনিব যখন এলো,
শূন্য খাঁচায় অবাক তাকায়--
পাখি কোথায় গেল ?
সোফায় শুয়ে মিনি তখন
গভীর ঘুমের ঘোরে
মনিব তখন ব্যাগে ভরে
পাঠিয়ে দিলেন দূরে ।
দুষ্ট মিনি অক্কা পেল
পথে পথে ঘুরে
চড়ুই উড়ে ফুড়ুৎ ফুড়ুৎ
গান গেয়ে যায় শুরে ।