সময় নদীর পাড় ঘেঁষে ঐ মন গুল্মের বন
চৌ-দিকে তার বিরান ভূমি রুক্ষ আলিঙ্গন  ।
কর্ষে জমি ধূসর ভূমি ফসল ফলায় কে
সেচ নিড়ানি হাল চালুনি শ্রান্ত হল সে !  
ক্লান্ত কৃষাণ ভ্রান্ত চোখে হাতড়ে তরু-ফল
কিন্তু তবুও সময় নদীর বইছে কালো জল ।
ফুল ফােটেনি ফল ধরেনি ধূ ধূ বালুচর
সূর্য তাপে পুড়ল সবুজ বইছে ধূলিঝড় ।
বৃষ্টি নিয়ে ঝড় এলো ফের নয়তো আলেয়া
গান গাইল পাখ পাখালি ফোটল ডালিয়া ।


#মন গুল্মের বন-০১
©হুসাইন দিলাওয়ার