আহ নিদারুণ মানুষ মারো
পাষাণ তোমার দিলখানা
জিজ্ঞাসু চোখ অবুঝ শিশুর
তাকিয়ে থাকে পিলখানা !
কোন দোষে রে মরল বাবা
কি দোষ ছিল তার চাচার
কি দোষেই বা জেল খাটছে
টানছে ঘাঁনি বন্দি খাঁচার ?
হাজার কথা প্রশ্ন তুলে
পিলখানার ঐ কান্ডে
এমন কাজে কোন বাবুদের
জমল টাকা ফান্ডে ?
জীবন শপেঁ জীবন বাঁচার
শপথ ছিল যাদের
আজ কেন রে গুমড়ে কাদেঁ
স্বজন যারা তাদের ?