ছোট্ট ডোবায় শাপলা ফুলের ঢল
শিশিরস্নাত দূর্বা ঘাসে সিক্ত পা'য়ের তল
ম ম গন্ধ বাতাস জুড়ে মন হয় চঞ্চল
ডোবার পাড়ে পানকৌড়ি  সাদা বকের দল
মৃদুল বায়ে শাপলা নাচে রোদ ওঠে ঝকমক
শাপলা শিকার রক্তে আমার প্রাচীনতম শখ।
পাড়ে এসে যেই পোঁছোলুম উড়ল বকের ঝাঁক
যায় পেঁচিয়ে পায়ে আমার কলমি ফুলের শাক  
শাক ছড়িয়ে ডোবায় নেমে যেই বাড়ালাম হাত
ফিসফিসিয়ে শুনতে পেলুম জল পরীদের বাত
হঠাৎ করে এই সকালে বিনা মেঘেই বাজ
শাপলা শিকার আর হলো না ;  দিনটা মাটি আজ ...।