বাংলাদেশের স্বাধীনতা
রক্ত দিয়ে কেনা
রক্ত দানের ঐ ইতিহাস
বিশ্বমাঝে জানা ।
বিঁধল বক্ষ পুড়ল কপাল
বিরান হলো উঠান
ভাইয়ের খুণে দরিয়া লাল
ঝরলো হাজার প্রাণ ।
গর্জে উঠলো বীর বাঙালী
করল যখন প্রতিরোধ
পাক বাহিনী হঠলো পিছু
নিলাম মোরা প্রতিশোধ ।
বিজয় এলো স্বাধীন হলো
মোদের প্রিয়ভূমি
তাই স্বধীনতার এই দিবসে
শহীদ স্মৃতি স্মরি  ।
আজ শপথ করি সবাই মিলে
সকল স্বদেশবাসী
ধরাধামের উচ্চতরে স্বদেশের
ঝান্ডা তুলে ধরি ।