সব রূপ তো মিইয়ে গেছে তোমার চোখে
রক্তগোলাপ লজ্জা পেলে তোমায় দেখে,
আমিও মানুষ আমারও  তো হৃদয় আছে ;
লুকিয়ে আঁকি তেমার ছবি সঙ্গপণে
গভীর রাতে তোমার ছবি চারিপাশে
তারিমাঝে বসে ভাবি কত কি যে ।
আকাশ দেখার পাগলীমাটা কই যে   গেল
তোমার রূপে  ছন্দগুলো হয় যে এলোমেলো ,,,,।


অন্ত্যমিলে অমিল বেশি কাব্যে এখন
দুই চরণে মন যে  করে কেমন কেমন
ডুবলো বুঝি আমার স্বাদের স্বপ্নভূমি
তুমিই পারো ফিরিয়ে দিতে কলম তুলি ।


কোথায় ছিলে লুকিয়ে তুমি এই এতো দিন
তোমার খোঁজে  চোখ দুটি মোর নিদ্রাবিহীন
খোঁজে পেলাম যখন তোমায় হেয়ালি কেন?
তুমিই আমার এই হৃদয়ের বায়ু  জেনো !