বর্ণে রাঙা ফাগুন দিনের
সুবর্ণ এক ভোর
উঠেছিল এক নতুন সুরুজ
কেটেছিল ঘুম ঘোর ।
বাংলা মায়ের দামাল ছেলে
রাখতে ভাষার মান
ছিনিয়ে এনে ভাষার দাবি
সপেঁছিল নিজ জান ।
শকুন শাসক পাকিস্তানি
কুটিল তাহার চোখ
মারল গুলি কুসুম বনে
পলাশ রাঙা শোক !
ভাষার জন্য শহীদ হল
রফিক ও জব্বার
অগণিত বুক গুমড়ে কাঁদে
শোকাতুর শত মা' র ।
স্মরি দৈনিক সেই সৈনিক
ভাষা শহীদের দল
তাদের ত্যাগেই বাংলা'য় এত
কলরব কোলাহল ।