বাবা তোমার দেহটা হতে পারে ছোট
বট বৃক্ষের মত কিন্তু তোমার ছায়া,,,
জীবনের যত উত্তাপ সবি তুমি ঢেকে দাও
অতি আধর স্নেহে মায়ায়।।।
তোমার উপর দিয়ে যেত কত ঝড়
তবুও আগলে রাখতে বুকে,,,
কখনো কখনো তোমার চেপে রাখা কষ্ট
দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসত মুখে।।।
বাবা তোমার বাহ্যিক কাঁধটা হতে পারে ছোট
মনের কাঁধটা যে অনেক বড়,,,
কতনা অবলীলায় কত শক্ত করে
সমাজ সংসারের হাল তুমি ধর।।।
কলুর বলদের মত হাড়ভাঙা খেটে যাও
নিজের সুখের কথা কখনো ভাবনি,,,
আমার ভবিষ্যৎ চিন্তায় নিদ্রাহীনতায়
কাটিয়েছ কতনা রজনী।।।
বাবা তোমার হাত যে হাত নয় দূর্দিনে
ভেঙে পড়া কাঁদে পরশ মাখা শক্তি,,,
অসুখ বিসুখে রাত জেগে দোয়া করতে
যতক্ষন না পেতাম রোগ থেকে মুক্তি।।।
তুমি আজ বয়সের ভারে হারিয়েছ শক্তি
তবুও হিম্মতের নেই অভাব,,,
আমার জীবন জুড়ে জড়িয়ে থাকুক
তোমার আদর স্নেহের প্রভাব।।।
সততা তোমার শৃঙ্খলাবদ্ধ জীবন-যাপনের
অনন্য এক হাতিয়ার,,,
তোমার দেয়া আলোকিত সে পথকে
পাথেয় হিসেবে গড়ব জীবনের বাতিঘর।।।
বাবা সদায় তোমায় মনের গহিনে রাখতে চাই
নয় শুধু বাবা দিবসে,,,
বৃদ্ধাশ্রমে যদি কোন বাবার হয় ঠাঁই বিচার
করুক তিনি যিনি বসে আছেন আরসে।।।