কায়ায় মোদের হোলি খেলে
মুসলমানের রক্ত,
কচু পাতার পানি নয়
ঈমান মোদের শক্ত।


শীতকালের পাতা নয়
নাড়া দিলে ঝড়বে,
বিপ্লবী জীবন মোদের
আমৃত্যু লড়বে।


আল কোরআনের সমাজ গড়ব
এই করেছি পণ,
ফাসির মঞ্চেও বলব মোরা
নিঃশ্বাস আছে যতক্ষন।


রাসূল মোদের অগ্রনায়ক
আলি,ওমর,মোদের সেনা
মৃত্যুর ভয় দেখাও মোদের?
মৃত্যু চায় মোদের থেকে পানা ।


আল কোরআনের বানী মোরা
ছড়িয়ে দেব সব খানে
গ্রাম - গন্জে শহর - নগর
সংসদের ঐ প্রাঙ্গনে।


রনাঙ্গনে ঝাঁপিয়ে পড়ে
বিজয় ছিনিয়ে আনব,
মুসলিম মোরা,শুধু
কোরআনের আইন মানব।


সিংহের সাথে পান্জা লড়ি
কুকুরের ডাকে কি ভয় পাব?
মোরা নির্ভীক,জন্ম থেকে মোরা সৈনিক
ভাববেনা মোরা পালিয়ে যাব।