দোষ গুলো ছেড়ে দিয়ে
গুন গুলো বল,,,
মানুষ হয়েও মানুষের
ক্ষতি কেন কর।।।
সৃজিলেন যিনি মহাবিশ্ব
সৃজিলেন এই ভুবন,,,
দোষে গুনে মানুষ করিয়া সৃষ্টি
ধরনীর বাড়িয়েছেন শোভন।।।
দোষ ছাড়া খুঁজে পাবেনা
মনুষ্য জাতী,,,
হউক সে প্রেসিডেন্ট না হয়
হউক না গাঁও গ্রামের তাতী।।।
তোমার কত দোষ আছে
করেছ দিবস-যামী,,,
প্রভু তাহা গোপন করে মনুষ্য সমাজে
তোমাকে করেছেন দামী।।।
একবার ভেবে দেখ জন্ম থেকে আজ অবধি
করেছ যত পাপ,,,
রব যদি প্রকাশ করেন মনুষ্য সমাজ
কভু তোমায় করবেনা মাফ।।।
দোষের চেয়ে গুনের পাল্লা মানুষের
হয় যে ভারি,,,
তাইত মোরা জানোয়ার নয় মানুষ
দাবি করতে পারি।।।
এক জনের দোষ যদি বল
অপরের কাছে,,,
কি সার্থকতা বল তোমার
তাতে আছে।।।
ফ্যাতনা ফ্যাসাদ হবে মানুষে মানুষে
শুরু হবে লড়াই,,,
আপনার দোষ দেখ অপরের দোষ
চর্চায় নেই কোন বড়াই।।।