তবে তাই হোক
বনের পাখিরা বেঁচে থাক খাঁচায়
কয়েকটা দানা, একটু পানির আশায়।


তবে তাই হোক
ডানাগুলো বাঁধা থাক, মিথ্যে বাঁচার আশায়
পরিশ্রান্ত দুটো পা শেকলে থাক, পরাধীনতার নেশায়।


তবে তাই হোক
বেসুরো স্বাধীন গান, হারিয়ে যাক পাঁকে
কণ্ঠ ছাড়ুক শেখানো বুলির বাঁকে।


তবে তাই হোক
জলের মাছ বাঁচুক কাঁচে, বদলে ফেলুক রঙ
গাছ গুলো বামুনই হোক, একেবেঁকে হয়ত দেখাবে ঢঙ


তবে হয়ত তাই হবে
বুদবুদ হৃদয়ে নিয়ে, চোখ দুটো বন্ধ হবে
আরও একটাবার শক্ত করে, মুখোশটাকে বাঁধতে হবে।