মানুষ নাকি আকাশের চেয়ে বড়
তবু আকাশকে কেন এত হিংসে হয়?
যখন তখন আকাশ হাসে
প্রখর রোদে মাটিকে পোড়ায়।
ইচ্ছে হলেই আকাশ কাঁদে
ক্রোধ নিয়ে বজ্র ঝরায়।
মানুষ কেন হাসতে গেলে
শত চিন্তা মাথায় আসে?


কতটা দুঃখ জমলে মনে,
এক পশলা বৃষ্টি হয়?
কতটা দুঃখ রক্ত ঝরালে
একটা কালবৈশাখী হয়?
কতটা ক্ষোভ জমলে মনে
একটা বজ্রপাত হয়?