দূরবীনে ছিল চোখ, ছিল এক দৃষ্টি সুখের কাল
সেকাল একালের বন্দনায় শুধুই আগামীকাল।
স্বচ্ছ স্বপ্নের ঘোরে কেঁপে ওঠা ঠোঁটের পাশ
ছাড়িয়ে সীমানা বারবার, খোঁজা অতৃপ্তির আঁশ।


দূর পাহাড় এসে ছুয়েছিল আবেগি চোখের পাতা
লাজুক ঝর্না, গম্ভীর পাথর আর বেয়াড়া লতাপাতা।
শত শত মাইল, কুচকে সেন্টিমিটারে থামল
বাধাহীন দিগন্ত, কাছে আসার ভয়ে কাঁপল।


দেখে প্রেম বিধাতাও ঈর্ষার আগুনে পুড়ল
হ্যাঁচকা টানে ঈর্ষাকাতর দূরবীন কেড়ে নিল।