আমি আর ফিরব না!
পাখির ন্যায় বেলা শেষে নীড়ে;


আমি আর ফিরব না!
শহুরে কোলাহল ব্যস্ততার ভিড়ে।


আমি আর ফিরব না!
চপল মেয়ের অবুঝ মায়ায়;


আমি আর ফিরব না!
ক্লান্ত পথিক বট বৃক্ষের ছায়ায়।


আমি আর ফিরব না!
কায়া পোড়া তপ্ত রোদে কৃষাণীর বুকে;


আমি আর ফিরব না!
প্রিয় হারানো কাতর প্রেমিকার শোকে।


আমি আর ফিরব না!
লণ্ঠন জ্বলা জেলেনীর ঘাটে;


আমি আর ফিরব না!
নতুন কুঁড়ি খেলা করা মাঠে।


আমি আর ফিরব না!
দস্যি মেয়ের শাপলা তোলা ডিঙায়;


আমি আর ফিরব না!
ব্যথা উপশম বেদেনীর শিঙায়।


আমি আর ফিরব না!
বিনয়াবনত কামিনীর বাসরে;


আমি আর ফিরব না!
মধ্যরাতে কোন যাত্রার আসরে।


আমি আর ফিরব না!
বিধবা নারীর সাদা আঁচলে;


আমি আর ফিরব না!
সর্বনাশী পদ্মার উতলা জলে।


আমি আর ফিরব না!
অভিমানে ঝরা বৃষ্টির ফোঁটায়;


আমি আর ফিরব না!
রক্তজবা, গোলাপের কাঁটায়।


আমি আর ফিরব না!
প্রতীক্ষার প্রহর প্রিয়ার কুঞ্জে;


আমি আর ফিরব না!
ফুলে ফুলে উড়া ভ্রমরীর গুঞ্জে।


আমি আর ফিরব না!
হেমন্তের দলবাঁধা গাঙচিলে;


আমি আর ফিরব না!
বরষায় ডুবে থাকা ভরা বিলে।


আমি আর ফিরব না!
বহুঅভিমানে এই বক্ষ হয়েছে ভার;


আমি আর ফিরব না!
আমায় ছুড়ে ফেলে বন্ধ করিল দ্বার।