বিদ্বেষ ভুলে, মিত্রের দ্বার খুলে, চল গাই সুখের গীত
সংযম শেষে, নতুন বেশে, ফিরে যে এলো খুশির ঈদ।
বুকে টানিয়া নেব আজ তারে,
এতদিন দূরে রাখিয়াছি যারে,
বক্ষে বক্ষ মিলায়ে, লোচন মুছিয়া দেব আজি আমি তার,
আর নাহি ঝগড়া-বিবাদ, করমর্দন করিয়া কথা দিলেম এ’বার।
হেলায় হেলায় কাটিয়েছি যে-দিন,
পূরণ করিব আজি আত্মীয়ের-ঋণ,
জয়-পরাজয় ভুলিয়া, ছুটিয়া যাব আগে আমি তার বাড়ি,
ইবলিশের প্রবঞ্চনায়, পার্থিব লোভ-লিপ্সায় যে দিয়াছিল আড়ি।
ক্ষমিও সকল পাপ-গুনাহ হে মহাপ্রভু,
আর নাহি করিব অনুচিত-কার্য কভু,
জপি যে তোমারি নাম দিনমান অন্তরে, আমরা যে ইসলামের মুরিদ,
তোমারি রহমত ঘিরিয়া থাকুক সদা, আবারও ফিরে আসুক আনন্দের ঈদ।