চল আজ ভেসে বেড়াই ঐ নীল মেঘের ডানায়,
অজানার পথে হারিয়ে ঘর বাঁধি সুখের ঠিকানায়।
মেঘ লুকোচুরি গল্প-গুজবে কেটে যাবে মহাকাল,
রবির-কিরণ ঘুম ভাঙাবে রাঙিয়ে প্রভাতী-সকাল।


শিমুল-ফুলের-দুল দোলাব তোমার ঐ কর্ণে,
তাঁতের-শাড়ি জড়াব তোমার গাঢ়-হলুদ-বর্ণে।
চন্দ্রমল্লিকা খোঁপায় গেঁথ তুমি রোজ সকালে,
আরশি হ’য়ে সম্মুখে রব দেবে টিপ যবে কপালে।


দৌড়ে গিয়ে দম নেব যেথা যাবে সূর্যাস্ত,
চুপিসারে কব কথা লোকালয় যখন থাকিবে ব্যস্ত।
পৌষের সন্ধ্যায় কনকনে শীত লাগে যদি অঙ্গে,
কাঠের অনলে উষ্ণতা ছড়াব বহ্নিশিখার সঙ্গে।


চন্দ্রকিরণে কুহেলি ভিড়ে আবছা হয় যদি এ পথ,
আঙুল দিয়ে আঙুল ছোঁব না থামিবে মোদের রথ।
গুনগুনিয়ে গাহিব গান পূর্ণ-জ্যোৎস্না-রাতে,
নিঝুম-প্রকৃতি বলিবে উঠিয়া প্রেয়সী বুঝি সাথে।


এমনি ক’রেই কাটিয়ে দেব অনন্ত এ জীবন,
সুখে-দুখে রহিব ঘিরিয়া অটুট এই বাঁধন।