তুমিহীনা আর লিখিব না পাণ্ডুলিপি আমারি হস্তে,
তুমিহীনা আর কাব্য রচিবে না আমারি মস্তিষ্কে।


তুমিহীনা আর লিখিব না গান বাঁধিব না সুর মনে,
তুমিহীনা আর হারিয়ে যাব না অচিন কোন বনে।


তুমিহীনা আর পথ চলিব না নির্জন কোন রাস্তায়,
তুমিহীনা আর দেখিব না কীভাবে সূর্যাস্ত যায়।


তুমিহীনা আর শুনিব না ঝিঁঝিঁর ডাক সন্ধ্যা নেমে এলে,
তুমিহীনা আর ঝরিবে না বারি রাত্রি নিঝুম হ’লে।


তুমিহীনা আমি কৃষ্ণ হইব না! যদি না হও তুমি রাধা;
তুমিহীনা আমি ধরণীতে রইব না! যদি না হয় তোমাতে ঘর বাঁধা।