নিঃশ্বাসেও সন্দেহ
মৃত্যুর ধ্বনি!
চারপাশে বিষ - নাগিনীর ঘ্রাণ
নীলকণ্ঠ কে বা হবে
কে লাগাবে মলম
সমাজের ক্ষতে
দগদগে ঘা,ঝলসে উঠেছে পৃথিবীর মুখ
বৃথা এ প্রার্থনা, বৃথা এ কৃত্রিম সুখ।
কে শোনাবে - মোরা একবৃন্তে দুটি কুসুম
কে দেখাবে আলো
হিংস্র মনে এবার তুমি জ্ঞানের প্রদীপ জ্বালো
কে বাজাবে মঙ্গল শঙ্খ,কে ধরবে হাল
জীর্ণ তরী,মরা নদী, ছেড়া পাল।
বৃথা এ প্রার্থনা, বৃথা এ কৃত্রিম সুখ।