মগ্ন চৈতন্যে লজ্জা এলো,
করমচা লাল
বিষাদের সাথে জমে, আত্মঘাতী ভাবের প্রণয়ে


ঝুলে থাকা ব্যর্থ আকাক্ষারা
দল বেঁধে কপট স্বপ্নভৈরবে
পুরোন হৃদ প্লাবনে ভাসায় নতুন করে
ঝিরিঝিরি দিনরাত্রির বৈরাগ
তাকে ঘিরে রোমন্থন পোকা
হাতছানি দেয়


দূরে
ল্যাম্পপোষ্টে
কালো প্রচ্ছায়ারা জেগে রয়
সুতীব্র বাতাসে জাগে বাসনাফুল
কান্নার মাস্তুলে মেখে


বাসনারা আসলেই নির্দোষ
প্রবোধ না মানা মনটাই শুধু উসকানি পায়।