০১।
আছে ঘুম সুখতলায় পদব্রজের ক্লান্ত আখ্যানে
ধুলো গায়ে, বোকা আলস্যের আদরে
থিকথিকে রাত্রিতে আর ঝাঁ ঝাঁ দিনের প্রবাহে;
আছে শূন্যতা ব্যাপ্ততার মতো গভীর।


০২।
আকাশজোড়া নীলিমার যাযাবর আবেগ
উদ্ভ্রান্ত আমাতে ওড়ে ঘুড়ির মোহমায়ায়;
চিত্রকল্পের রূপক প্রতীক প্রকট,-
দিবা-নিশির গল্পগুলো পুনরাবৃত্তির ছক।